বর্ষা শেষে ঋতুর রানী আসলো শরৎকাল,
পুকুর পাড়ে ধপাস করে তাইতো পড়ে তাল।
দৌড়ে গিয়ে তাল কুড়িয়ে খোকন ফিরে বাড়ি,
মাকে বলে, তালের পিঠা বানাও তাড়াতাড়ি।
মায়ে বলে কি যে মরণ, এক তালেতেই পিঠা?
লাগবে আরো চালের গুঁড়া দুধ চিনি আর মিঠা।

খানিক বাদে বলেন মা’য়ে কেমন পিঠা খাবি?
নেচে উঠে খোকন বলে, মাগো- একটু ভাবি।
তালের পোয়া চিতই পুলি কিংবা তালের ক্ষীর,
ধমকে উঠে মা’য়ে বলে একটা তো কর স্থির!
তাল দিয়ে হয় তাল হালুয়া মনের মাঝে গেঁথে,
তালের বড়া তুলতুলে মা পেতাম যদি খেতে!

মা’য়ের হাতের তালের পিঠা খুব আদরের গড়া,
এ-কি পায়েস তাল হালুয়া তুলতুলে সব বড়া!
আরো দেখি থালায় থালায় তাল চিতই আর পুলি,
বন্ধুরা কই আয়রে ভরি পেট বামুনের ঝুলি।

Share.

মন্তব্য করুন