শরৎরানি তোমার কথা জাগছিল মোর প্রাণে
আসবে তুমি ভরিয়ে দিতে পাকা তালের ঘ্রাণে।
পাড়ায় পাড়ায় উঠবে মেতে পিঁঠাপুলির ধুম,
চাঁদের আলোয় জোসনা মেখে পাড়িয়ে দেবো ঘুম।

শিশির ঝরা শিউলি তলে বসবে আসন পেতে,
ঝিকিমিকি দীঘির জলে উঠবে খেলায় মেতে।
স্বর্ণবরণ অঙ্গ তোমায় খোঁপায় দেবো ফুল,
গলে দেবো পদ্মমালা কানে শিউলি দুল।

পিউ-দোয়েলের মিষ্টি সুরের শুনবে মধুর শিস,
ধানের ডগায় সোনার আবির অঙ্গে মেখে নিস।
রূপের বিভার মাঝখানেতে বাজবে ছুটির বাঁশি,
মধুর গানে সবুজ ধানে দেখবে চাষির হাসি।

ভাসবো দুজন নীল আকাশে সাদা মেঘের ভেলায়,
হারিয়ে যাবো ধানের ক্ষেতে লুকোচুরি খেলায়।
নামটি ধরে ডাকবে তোমায় ভোরের দোয়েল পাখি,
মিষ্টি মধুর পাখির ডাকে খুলবে দুটি আঁখি।

Share.

মন্তব্য করুন