হতেই পারে মনে তোমার
জীবন রঙিন খাতা
ভাবতে পারো আকাশটারে
কুনো ব্যাঙের ছাতা।

আবেগ যখন উথলে ওঠে
ভাসায় মনের চর
আবেগ আবার উধাও হলে
ভাঙেই বালুর ঘর।

তোমার বুকে জোয়ার ভরা
চোখে ফাগুন মাস
ঐ চোখেই করছো নাতো
কারোর সর্বনাশ!

যে পাখিটা নামটি ধরে
ডাকতো তোমার রোজ
যে পাখিটা সকল সময়
রাখতো তোমার খোঁজ…

খেলার ছলে সেই পাখিটার
ভাঙলে দু’টি ডানা
ভেঙেই দিলে স্বপ্ন তার
হঠাৎ দিয়ে হানা!

উতল হাওয়ায় জাগিয়ে কাঁপন
খেলার ছলেই চলো
যে পাখিটার ভাঙলে ডানা
তার কি হবে বলো?

Share.

মন্তব্য করুন