গুল্টু মামা উল্টো হয়ে দেখে নীল আকাশ,
ভাবখানা তার মহাজ্ঞানী ভিতরে ঠুসঠাস!
চশমা পরে নাকের ডগায়-গায়ে ঢিলা জামা,
ভাবখানা তার সুশীল সুশীল- আদতে সে তামা!
গুল্টু মামা কথায় কথায় নীতির কথা বলে
মানুষকে সে ঠকায় রোজই নানা কথার ছলে।
এনপারেঙ্গা তেনপারেঙ্গা-মিথ্যা জারিজুরি,
দৈত্যও তার বশ মেনেছে শুনে হাতের তুড়ি।
কায়দা করে গুল্টু মামা-ভাগ্য বানায় রাতে,
গুল্টু মামা উল্টো হাঁটে পায়ের বদলা হাতে!

Share.

মন্তব্য করুন