মিতু নামের মিষ্টি মেয়ে প্রশ্ন করে মাকে
শরৎ কেনো ঋতুর রানি বলতে হবে তাকে!
প্রশ্ন শুনে মা হেসে কয় ‘অনেক কারণ আছে’
কয়টা তোমায় বলবো আমি? যাও প্রকৃতির কাছে।
অমনি মিতু দৌড়িয়ে যায় বাড়ির আঙিনাতে
ভাব বিনিময় করে গিয়ে ফুল-প্রকৃতির সাথে।
আবার এসে বললো মাকে রানি কোথায় থাকে?
পাহারা দেয় কে কে এবং কে সেবা দেয় তাকে?

বললো মা ফের রানি থাকে মুক্ত পরিবেশে
পাহারা দেয় অগণিত সুরের পাখি এসে।
শিউলি বেলি জুঁই শেফালি সুবাস মাখে গায়ে
আলতারাঙা গোলাপ জবা উল্কি আঁকে পায়ে।
সকালবেলা হাত মুছে দেয় হিমশিশিরের দানা
দুপুররোদে ছায়া মেলে নীলের শামিয়ানা।

বৃত্তাকারে নৃত্য দেখায় সফেদ মেঘের সারি
রক্ত রঙিন বিকেল ডাকে পশ্চিম আকাশবাড়ি।
চাঁদ তারাদের সাথে নিয়ে রাতেরপাড়া আসে
কুপি হাতে জোনাকপোকা চুপিচুপি হাসে।
ঋতুরানির গল্প শুনে মিতুর হৃদয় ভরে
উতলে ওঠে শরৎপ্রীতি তিড়িংবিড়িং করে।

Share.

মন্তব্য করুন