পড়তে গেলেই দু’চোখ জুড়ে ঘুম
ঘুমপাড়ানি ঘুমপরি দেয় চুম।
সোহাগ ঢেলে বলে- খুকু তুই
আয় পরে নে খোঁপায় বেলি, জুঁই।

জরির জামা, সোনার নূপুর পা’য়
রিনিকঝিনিক নাচবি খুশির নায়
সুরের মোহন মনমাতানো রেশ
আয়রে খুকু হতে নিরুদ্দেশ।

নেইকো মানা খেলতে যা মন চায়
স্বপ্নরাঙা ঘুমপরিদের গাঁয়।
আমার তখন বয় যে খুশির ঢেউ
আহা মজা আর পাবে না কেউ!

বকবে না কেউ সকাল দুপুর আর
বলবে না মা, ঘুমেই সময় পার!
তোকে নিয়ে আশার কিছু নেই
সারাটা দিন নাচিস যে ধেই ধেই।

কী যে খুশি ভেবে তো অবাক
হঠাৎ কানে আসে মায়ের ডাক।
কই রে খুকু পড়ার আওয়াজ কই?
চোখটা ঘষে খুলি আবার বই।

Share.

মন্তব্য করুন