মোবাইল ফোন

কথা বলছিল ফোনে,
মন ছিল সেই কথার মধ্যে, দৃষ্টি অন্য কোণে।
ডান পা তখনই গর্তে ঢুকিয়ে দিয়েছে আপন মনে।

বলতে বলতে চলতে চলতে, এভাবে উল্টে গিয়ে,
পড়লো পথের মধ্যে গর্তে জিনিসপত্র নিয়ে।

কথা বলছিল সেলে,
মন ছিল পুরো কথার মধ্যে, দৃষ্টি সামনে মেলে
ডান পা সামনে রাখল আগের দুইটি সিঁড়িকে ফেলে।

বলতে বলতে চলতে চলতে, ভাঙলো এভাবে সিঁড়ি,
পড়লো ধপাস, ভাঙলো কোমর, ব্যাপারটা বিচ্ছিরি।

মন ছিলো মোবাইলে,
কথা ড্রাইভিং দুটো একাকার এক সাথে গেছে মিলে।
গাড়ি চলছিল তুমুল গতিতে মেইন রোডে মতিঝিলে।

হঠাৎ গাড়িটা ডিগবাজি খেলো ব্যস্ত সড়ক পথে,
হাসপাতালের বেডে সে এখন, জীবন মৃত্যু রথে।

তিনটি ঘটনা আমলযোগ্য, পুলিশ নিয়েছে হাতে,
‘মোবাইল ফোন’ গ্রেফতার হল ঘটনার সাথে সাথে।

মোবাইল ফোনে গেমস

হাতের ফোনটি স্মার্ট,
হাতে থাকলেই ভাবখানা থাকে,
মার মার কাট কাট।
সবাই দেখবে এবং ভাববে
ছেলেটার কি যে ডার্ট।

হাতের ফোনটি তার,
শুধু গেমস খেলবার,
খেলতে খেলতে দিন চলে যায়
রাত চলে যায় আর,
পড়ে থাকে পড়া আর খেলাধুলা
কারুর ধারে না ধার।

হাতের মডার্ন ফোন,
শুধু কি এ গেম খেলার জন্য
ফোনটির প্রয়োজন?


ফান ভিডিও

কত কিছু আছে ফানি,
দেখতে দেখতে হাসতে হাসতে
বেঁকে গেছে মুখখানি।

আঁতকে উঠেছে চোখ
গিলছে গলায় ঢোক
ফান ভিডিওরা জান খেয়ে যায়
তবু সেই দিকে ঝোঁক।

তথ্য প্রযুক্তির
আজ কিডদের লিড দিয়ে করে
অস্থির অস্থির।

নেট নেশা

খাওয়া নেই দাওয়া নেই
হাওয়া ভরা পেটে,
দিন যায় ক্ষণ যায়
ইন্টারনেটে।

নেটে আছে সামাজিক
মিডিয়ার ঝড়,
সেই ঝড়ে আর সব
কাজ নড়বড়।

নেটে আছে নেশা,
নেটের নেশাই যেনো
আজকের পেশা।

Share.

মন্তব্য করুন