সকাল থেকে রাত্রি দুপুর
মুঠোফোনে হয়ে উপুড়।
বাবা মায়ের সুবোধ ছেলে
ফ্রি-ফায়ার আর পাবজি খেলে।

পড়ার টেবিল দিয়ে ছুটি
টিকটকে মন লুটোপুটি।
যখন খুশি মজার হাটে
কার্টুন দেখে সময় কাটে।

ফানি গানের সুরের দোলা
আকুল ব্যাকুল আত্মভোলা।
নেইকো সময় খাওয়ার মোটে
অল্প কথায় রেগে ওঠে।

শরীরখানা কী লিকলিকে!
চোখের আলো হচ্ছে ফিকে।
হচ্ছে নানা রোগের শিকার
মেধা-মনন হচ্ছে বিকার।

মুঠোফোনের সঙ্গ ছেড়ে
জ্ঞান গরিমায় ওঠো বেড়ে।
থাকতে সময় হও সচেতন
বই-ই পারে গড়তে জীবন।

Share.

মন্তব্য করুন