ইচ্ছে ছিলো চিলের ডানায় আকাশ ছোঁবো
মেঘের দানা কাজল করে দু’চোখ ধোবো
উড়ালিয়া মন রাঙাতে ঈগল হবো
বুনোলতায় ঘর সাজিয়ে বনেই রবো।

সারা বেলা ভাসবো আমি মেঘের ভিড়ে
ধূসর সাঁঝে ফিরবো না হয় সবুজ নীড়ে
মধুর সুরে বন মাতাবো নাচবো ডালে
আদর মাখা ঠোঁট ছোঁয়াবো ফুলের গালে।

মেঘের ঝাঁপি উলটে গেলে নিঝুম বনে
বুক চিতিয়ে গা ভেজাবো আপন মনে।

নোঙর ছেঁড়া ইচ্ছে আমার দিশেহারা
ইট পাথরে আটকে গেছে জীবন ধারা
নগরায়ণ করছে নেড়া সবুজ সিঁথি
অন্ধনগর ভাঙছে আমার স্বপ্নবীথি।

Share.

মন্তব্য করুন