বিজ্ঞানীদের অনেক কিছু হিতকর্মে সৃষ্ট
ব্যবহারের কু-অভ্যাসে হলো অপকৃষ্ট
পাল্টে গেছে সকল কিছু পাল্টে গেছে বিশ্ব
পাল্টে গেছে ঘরের মানুষ, শিক্ষক আরও শিষ্য
ইন্টারনেটে বদলে গেলো এই সমাজের রূপটা
দীর্ঘ হলো আলোর নীচের অন্ধকারের কূপটা।

কিশোর হাতে পড়লো যখন অত্যাধুনিক ফোনটা
নেট জগতের হাতছানিতে উঠলো নেচে মনটা
কখন কী যে করছে তারা কোনো খবর নেই না
তাদের প্রতি পিতা-মাতা তেমন সময় দেই না
কল অফ ডিউটির নেশায় পড়ায় জাগে সারা রাত্রি
সহিংসতায় কেউবা হলো নষ্ট পথের যাত্রী।

অনলাইনে যুদ্ধ খেলা ফ্রি ফায়ার ও পাবজি
সেসব খেলায় মাতছে আমার মাইজি এবং বাপজি
কচি মনে দিচ্ছে দোলা টিকটক এবং লাইকি
এসব কিছুর নির্মাতাদের লজ্জা শরম নাই কি?
ইউটিউবে খাচ্ছে সময় মন বসে না পড়তে
সন্তানেরা হচ্ছে বিমুখ সোনার জীবন গড়তে।

কি নিদারুণ ঘুমের ক্ষতি স্নায়ুচাপও বাড়ছে
অনলাইনের তীব্র্র আলো চোখের জ্যোতি কাড়ছে
ব্লু-হোয়েলের চরম চ্যালেঞ্জ আত্মাহুতির তেষ্টা
কেমন খেলা এসব বলো মৃত্যুই যার শেষটা?
কিশোর মনে দোলা দেবে একটু আধটু তাই না?
কিন্তু আমরা নেটের ভিতর ওসব কিছু চাই না।

বইয়ের থেকে যাচ্ছে সরে অবলম্বন নেটটা
বন্ধ হলো সত্যিকারের মানুষ হবার গেটটা
রক্তে গড়া ছেলে-মেয়ে নিয়ন্ত্রণে রাখতে
লাগাম টেনে ধরুন তাদের; হাতে সময় থাকতে
ভালো থেকো সন্তানেরা প্রাণের কন্যা পুত্র
ধর্ম থেকেই নিও সকল ভালো থাকার সূত্র।

Share.

মন্তব্য করুন