প্রিয় বন্ধুরা,
শুভেচ্ছা জানাই তোমাদের!
আশা করি ভালো আছো সবাই। ভালো থাকো এটিই কামনা করছি। সত্যি হলো ভালো থাকার মতো আনন্দ আর নেই! জগতে যতো আনন্দ আছে শরীর ভালো থাকার আনন্দ সবচেয়ে বেশি।

ভালো থাকার জন্য আমরা কত কি করি। খাই-দাই, ঘুমাই। খেলা করি। কতরকম খেলা আছে। সবরকম খেলা সাধ্য মতো খেলি আমরা। অন্যান্য খেলার সাথে এখন মোবাইল গেম বেশ পেয়ে বসেছে সবাইকে। গেমের পাশাপাশি ফানি ভিডিও, টিকটক এবং কার্টুন সবার সময় খেয়ে নিচ্ছে। যারা এসব খুব বেশি দেখছে তাদের ভাবতে হবে। ভাবতে হবে মোবাইলে এতটা সময় খরচ করা যাবে না। ভেবে চিন্তে সময় দিতে হবে। খেলাধুলা নিশ্চয় আনন্দের! কিন্তু আনন্দের জায়গা যদি নেশা হয়ে যায় তবে তো খুব খারাপ হয়ে যায়।
বন্ধুরা, সবই করো। কিন্তু আনন্দের সাথে করো। আনন্দের জন্য করো। মন ভালো রাখতে করো। কিন্তু কোনোভাবেই তা যেনো নেশার জায়গায় না যায়।

পরিকল্পিত সময় খরচ করতে হবে। লেখাপড়া আগে। তারপর খেলাধুলা। এরপর খাওয়া দাওয়া, ঘুম বিশ্রাম এবং গোসলও। এসবই নিয়মিত করতে হবে। তবেই সুন্দর হবে তোমাদের জীবন।
মোবাইলে শেখার অনেক বিষয় আছে। সেগুলো থেকে শেখা যায়। শিখলে আনন্দ এবং শিক্ষা দুটোই হয়। সুতরাং তোমাদের শিখতে হবে। আনন্দও নিতে হবে।

Share.

মন্তব্য করুন