গগন জুড়ে মেঘের ভেলা তুলোর মতো ভাসে
হঠাৎ যেনো আঁধার করে বৃষ্টি নেমে আসে।
বৃষ্টি নামে দিক দিগন্তে বন বাদাড়ের পানে
বৃষ্টি নামে খালে বিলে পরিবেশের টানে।

বৃষ্টি নামে রিমঝিমিয়ে নদীর পাড়ের মাঠে
সবুজ ক্ষেতের উপর আরো নামেঅ পথে-ঘাটে।
গাছগাছালির মাথার উপর লতাপাতার ডালে
বৃষ্টি পড়ে টাপুরটুপুর ঘরের টিনের চালে।

বৃষ্টি পড়ে টিপটিপাটিপ গাছের পাতা নড়ে
বৃষ্টি পড়ে পুকুর নদী অথৈ জলে ভরে।
বৃষ্টি এলে ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙগুলো যায় ডেকে
বৃষ্টি ভেজা দিনের ছবি যায় কে এঁকে এঁকে!

আবছা আঁধার চারদিকে নেইতো সুরুজ আলো
ঝিরিঝিরি শীতল বায়ু দিনটা কাটে ভালো।
বৃষ্টি মানে ছন্দ তালে মনটা নেচে উঠে
ধুলোবালি মুছে গিয়ে প্রকৃতিটা ফুটে।

Share.

মন্তব্য করুন