গগনচূড়ায় মেঘের পাহাড়
কড়কড়িয়ে
ভেঙেচুরে বৃষ্টি নামে
ঝরঝরিয়ে।

মৃত্যু জমিন জিন্দা করে
বৃষ্টি এসে
বাংলা মায়ের সবুজ কানন
উঠছে হেসে।

গন্ধরাজের শাখে শাখে
সুবাস ঝোলে
হিজল ডালে যেন সোনার
নোলক দোলে।

মিষ্টি নতুন পানি পেয়ে
টেংরা পুঁটি
খলসে মাছের সাথে করে
লুটোপুটি।

ছড়ার ছন্দে বৃষ্টি ঝরে
আহ, কী বাদল
রুমঝুমাঝুম ছন্দতালে
বাজায় মাদল।

Share.

মন্তব্য করুন