জ্যৈষ্ঠ শেষে আষাঢ় এলো
সঙ্গে এলো জল
হাটে ঘাটে নৌকা বাঁধা
বর্ষাকালের ঢল।

হাওর পানে ঢেউয়ের খেলা
মাছের সঙ্গে জেলে
নৌকা ছাড়া হয় না চলা
বাঁশের সাঁকো খালে।

সব ছেলেরাই খেলতে এলো
ডুব সাঁতারে জলে
বাংলো ঘরে ঝনঝনানি
চকচকে মার্বেলে।

উঠোন জুড়ে বৌ-ছি আর
কানামাছি খেলা
বর্ষা মানে আলসে দুপুর
হারিয়ে যেতো বেলা।

Share.

মন্তব্য করুন