দিন বদলের সাথে আমার বদলে গেছে জুটি
দস্যিপনার দিনগুলোকে তাই দিয়েছি ছুটি।
রাত ফুরালে দিই না ভোঁদৌড় ফুল বাগানের দিকে
দেয় না ধমক ‘কে রে…’ বলে বাগানের মালিকে।

মক্তবে রোজ পাঠায় না মা কায়দা কোরান নিয়ে
ইমাম সাহেব বলে না ‘বস্’ একহাঁটু উঠিয়ে।
যাই না তো আর প্রাইমারিতে ব্যাগ কাঁধে ঝুলিয়ে
টিফিনটা নেই ক্লাসের ফাঁকে এক-দু’টাকা দিয়ে।

ঝাঁপ মারি না দুপুর হলে বিল-হাওরের জলে
মাছ ধরি না বড়শি-জালে বিভিন্ন কৌশলে।
বর্ষাকালে বানাই না ফের কলা গাছের ভেলা
ভেলায় চড়ে হয় না ঘোরা স্নিগ্ধ বিকেলবেলা।

ঘুড়ি হাতে উড়ি না আজ তেপান্তরের মাঠে
তাই দেখি না নিজের ঘুড়ি নীলাম্বরির হাটে।
গ্রীষ্মকালের বৃষ্টি-ঝড়ে ভিজি না উল্লাসে
আমতলাতে দাঁড়াই না সেই আম কুড়ানোর আশে।

ছুটি না আর আঁধার রাতে জোনাকপোকার পিছে
ঠায় দাঁড়িয়ে থাকি না ওই কদমগাছের নিচে।
চাঁদ দেখি না মায়ের সাথে ঘর থেকে বের হয়ে
কিন্তু এসব হয় অনুভব এখনো হৃদয়ে।

Share.

মন্তব্য করুন