মেঘ-বৃষ্টি-রোদ পালালো সন্ধ্যা দিলো বলে,
জিলহজ্ব মাসের চাঁদ উঠেছে নীল আকাশের কোলে।
চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ঈদের খুশির আলো,
মনের জমিন দিক রাঙিয়ে আনন্দ জমকালো।

এ ঈদে নয় জামাকাপড় আমরা সবাই জানি,
আত্মত্যাগের আলোর মশাল জ্বেলেছে কোরবানি।
পড়বো নামাজ ধনী-গরিব দাঁড়িয়ে পাশাপাশি,
সবার মুখে থাকবে অটুট আকাশছোঁয়া হাসি।

আর কে কোথায় পাবে এমন আত্মত্যাগের জুড়ি?
এ ঈদে তাই পশুর গলায় চালিয়ে দেবে ছুরি।
উট-দুম্বা-গরু-খাসি প্রতীকী সব প্রাণী,
দূর করে দেয় হিংসা-বিবাদ, মনের যতো গ্লানি।

আবার এলো কোরবানি ঈদ চাঁদের বছর ঘুরে,
মন টেকে না ঘরে আমার বেড়ায় উড়ে উড়ে।
গোস্ত পাবো বিলিয়ে দেবো প্রাপ্য যেটুক যার,
তবেই হবে ঈদ-উৎসবের আনন্দ আমার।

জাগিয়ে দেবো সবার প্রাণে সাত সাগরের দোল,
কিশোর-কিশোর বন্ধু এসো করবো শোরগোল।

Share.

মন্তব্য করুন