রোদে গেছে মেঘের বাড়ি এখন খালি,
মেঘকুমারী এসে বাড়ি দেয় যে হাতে তালি।
ইচ্ছে মতো রান্না করে, ইচ্ছে মতো খায়,
উদাস মনে পাগলামিও মনে যা তার চায়।
রামধনুর ঐ সাত রং দিয়ে মেঘকুমারী সাজে,
রঙিন মেঘও ছড়িয়ে দেয় আকাশেরই মাঝে।

মেঘের কলস ফুটো করে আনন্দ পায় খুব,
কলস থেকে গড়ায় যে জল টাপুর টুপুর টুপ।
সেই জলেতে স্লান করে ফুল, পাখি, গাছ লতা,
বৃষ্টির জলে ভিজে ভিজে হাসে ব্যাঙের ছাতা।

বৃষ্টি জলে তরুলতা সতেজ হয়ে ওঠে,
বন-বাদাড়ে, দীঘির পাড়ে কদম, কেয়া ফোটে।
দৃশ্য দেখে মেঘ কুমারী খিলখিলিয়ে হাসে,
বর্ষাকালে প্রকৃতিতে রূপার ছবি ভাসে।

Share.

মন্তব্য করুন