এক.

ঝিরি হাওয়া মেঘলা দুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
নড়ছে বনে সবুজ পাতা
উঠলো কেঁপে দাদুর ছাতা
পড়লো ফোটা কদম ফুলে
বলছে কথা মনটা খুলে
শ্বেতবলাকা যাচ্ছে উড়ে
অনেক দূরে আকাশ জুড়ে
দুবলা মাঠে দুষ্টু ছেলে
কানামাছি যাচ্ছে খেলে
টাপুর টুপুর বৃষ্টি শেষে
উঠলো হঠাৎ সূর্য হেসে।
নয়নভরা ছবি দেখে
উদাস কবি পদ্য লেখে।

দুই.

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
পায়রা ডাকে খোঁপে,
ভিজছে বসে দোয়েলপাখি
বেতসলতার ঝোপে।

তালের গাছে বাবুইপাখি
করছে শুধুই ডাকাডাকি
টুনটুনিটা ফুড়–ৎ ফুড়–ৎ
বেগুনডালে উড়ে-
বাচ্চা দু’টো আগলে ধরে
রাখছে বাসা জুড়ে।

কানি বকে বোকা সেজে
কামড়ে ধরে পুঁটির লেজে
চাপুরচুপুর খেয়ে-
হলদে পায়ে যাচ্ছে হেঁটে
বৃষ্টিরই গান গেয়ে।

Share.

মন্তব্য করুন