শিক্ষালয়ের দীক্ষা শেখায় ভরতে জীবন ফুলে,
শিক্ষা ছাড়া আর কতদিন থাকব এমন ঝুলে।
শিখছি যেসব বন্দিদশায় যাচ্ছি সেসব ভুলে,
শিক্ষালয়ের দুয়ারগুলো দাওনা এবার খুলে।

ভবিষ্যতে দেশের চাকা চলবে যাদের হাতে,
আজকে তারা গেমের নেশায় মেতেছে দিন রাতে!
করছে ক্ষতি কোমলমতি নিজের জীবনকুলে,
অমানিশা ভর করেছে সুখের রঙিন পুলে।

দায়িত্ববান তোমরা যারা তাদের কাছে দাবি,
মুক্তমনে দাও ফিরিয়ে শিক্ষালয়ের চাবি।
ভালোবেসে অবশেষে বই-খাতা দাও তুলে,
ঘোর কাটিয়ে উঠবে মেধা জ্ঞানের আলোয় দুলে।

Share.

মন্তব্য করুন