ইচ্ছেডানায় ঘুরতে গেলাম রূপের বাংলাদেশ,
বিলের ধারে ঝিলের ধারে কী নিদারুণ বেশ!
বনবীথি ছায়াঘেরা সবুজ শ্যামল দেশে;
ইচ্ছেডানায় উড়াল দিলাম মুগ্ধ ভালোবেসে।

মনের দুয়ার খুলে গেলাম ধান-সবুজের মাঠ,
গাঁও গেরামের শানবাঁধানো তালপুকুরের ঘাট।
প্রজাপতি, ফুলের কাছে গেলাম মেঘের দেশে,
ইচ্ছেডানায় ঘুরি আকাশ তারার মেলায় হেসে।
রাজধানীটা দেখতে গেলে বাধে হুলুস্থূল,
ঢাকার মশা তীব্র নেশায় ফোটায় যত হুল!

দেখতে পেলাম ভিন্ন চোখে অন্য বাংলাদেশ,
জীবন যেথায় মানবেতর দুঃখেরও নেই শেষ।
অভাব অসুখ জীর্ণ জরায় নেইতো অভিমান,
বেঁচে থাকার মাঝেই সেথায় আনন্দ মহান।

ইচ্ছেডানার পাতায় পাতায় আঁকছি শত ছবি,
ভাবছি তবে আমি হবো ইচ্ছেডানার কবি!

Share.

মন্তব্য করুন