জুঁই-চামেলি, শিউলি-পারুল
হাসনাহেনা কই রে কই,
চম্পা-বেলি, জবা-কুসুম
আয় ছুটে আয় সই লো সই।

কদম-কেয়া ফুল ফুটেছে
বকুল-পপি আয় রে আয়,
কৃষ্ণচূড়া, কুড়াতে চল
সময় বয়ে যায় রে য়ায়।

ঝিলের জলে কলমি ফুল আর
পদ্ম-শাপলা ফুটলো ঐ,
জবা-পারুল তুলবে বলে
দলবেঁধে সব ছুটলো ঐ।

Share.

মন্তব্য করুন