মাছ ধরা

বড় ভাই গেলেন মাছ ধরতে। কিছুক্ষণ পর ছোট বোন এসে বলল-
ছোট বোন : ভাইয়া, মা বলেছেন তুমি কয়টা মাছ ধরেছো, তা বলতে।
বড় ভাই : মাকে গিয়ে বল, পরের মাছটা ধরতে পারলেই একটা হবে।

রেডিওতে বেহালা

বড় ভাইকে বেহালা বাজিয়ে শোনাচ্ছিল শোভা।
শোভা : কেমন লাগল ভাইয়া?
বড় ভাই : তোকে রেডিওতে বাজানোর সুযোগ দেওয়া উচিত।
শোভা : তার মানে আমি খুব ভালো বাজিয়েছি?
বড় ভাই : না! রেডিওতে বাজালে আমি ওটা বন্ধ করে দিতে পারতাম, যেটা এখন পারছি না।
কফিতে পেট্রল

এক লোক দোকানে গেছেন চা খেতে। চায়ে চুমুক দিতেই তিনি বললেন-
লোক : এহ হে, কী দিছেন এইটা? এইটার মধ্যে তো পেট্রলের গন্ধ!
দোকানদার : তাইলে এইটা চা না, কফি দিছি।
লোক : মানে?
দোকানদার : কারণ আমাদের কফিতে লোকে পেট্রলের গন্ধ পায়!

ক্ষুধা

এক শেয়ার ব্যবসায়ী গেছেন রেস্টুরেন্টে পিৎজা খেতে-
ওয়েটার : স্যার, আপনাকে পিৎজাটা কয় ভাগ করে দেব? চার ভাগ, না ছয় ভাগ?
শেয়ার ব্যবসায়ী : তুমি বরং আমাকে আট ভাগ করে দাও, আমি একটু বেশি ক্ষুধা অনুভব করছি!

মাটন কাটলেট

রেস্তোরাঁয় ওয়েটারকে এক ভদ্রলোক বললেন-
ভদ্রলোক : গত সপ্তাহে আমি এখানে মাটন কাটলেট খেয়েছিলাম। আজও খাচ্ছি। কিন্তু সেদিনেরটা অনেক ভালো ছিল।
ওয়েটার : কী বলেন স্যার! দু’টি কাটলেটই তো একই দিনে বানানো।

চোরতুতো ভাই

প্রতিদিনকার মত গ্রামের একটি নির্দিষ্ট জায়গায় বাজার বসে। সেই বাজারে গ্রামের সবাই যার যার জিনিস বিক্রি করার জন্য সাজিয়ে রাখেন। এভাবেই চলছিল দিনের পর দিন।
একদিন সন্ধ্যাবেলা সবার সব জিনিসই বিক্রি হয়ে গেল। শুধু বিক্রি হলো না কেবল একজনের এক কলসি গুড় আর একজনের এক বস্তা চিড়া।
সবাই যার যার মালামাল বিক্রি করে বাড়ি চলে গেলেন। শেষে তারা দু’জন দু’জনকে ডেকে বললেন, ‘এরপর আর কী করা যায়? আমরা দু’জনে দু’জনের জিনিস বদলিয়ে নিয়েই বাড়ি ফিরি। যখন এর বেশি আমাদের আর ভাগ্যে নাই। এতেই সন্তুষ্ট থাকা ভালো।’
তখন মনের দুঃখে তারা দু’জন পরস্পরের সঙ্গে ওই দুটি জিনিস বদলাবদলি করে বাড়ি ফিরে গেলেন। সে সময় বদলাবদলি করেও জিনিস বিক্রি হতো। দু’জনই ভাবলেন, ‘খুব জিতে গেছি।’ একজন ভাবছেন, ‘আমি ওকে বেশ ঠকিয়েছি।’ আর অন্যজন ভাবছেন, ‘আমি ওকে বেশ ঠকিয়েছি।’
কিন্তু জেতেননি কেউই। যিনি গুড়ের হাঁড়ি নিয়েছিলেন, তিনি বাড়ি গিয়ে দেখেন হাঁড়ির মুখে সামান্য মাত্র গুড়। ভেতরটা বালিতে ভর্তি। আর যিনি চিড়া নিয়েছিলেন, তিনি বাড়ি গিয়ে দেখেন উপরে সামান্য চিড়া নিচে শুধু মাটি।
তখন দু’জনই দু’জনের খোঁজে বের হলেন। গ্রামের মাঝপথে দু’জনের দেখা হয়ে গেল। একজন আর একজনকে বললেন, ‘আমি তো তোমার খোঁজেই বের হয়েছিলাম।’
এই বলে কোলাকুলি করে বললেন, ‘আমাদের যা বুদ্ধি; আমরা দু’জন একসঙ্গে কাজ করলে দুনিয়া লুটে আনতে পারব। আজ থেকে আমরা চোরতুতো ভাই (বন্ধু)। চলো, দু’জনই বেরিয়ে পড়ি। দু’জনের বুদ্ধিতে কত কী করা যায় দেখা যাক। এখানে বসে থেকে কোনো লাভ নেই।’

Share.

মন্তব্য করুন