আমি হলাম ফুলের সখি, ফুলবাগানে ছুটি,
জুঁই, চামেলি, চম্পা, বকুল দু’হাত ভরে খুঁটি।
ভ্রমর হয়ে ফুলের বুকে নেচে নেচে উড়ি,
দস্যি মেয়ে বনবাদাড়ে সারাটাদিন ঘুরি।

ছোট্ট একটা বাঁশের ঝুড়ি, ফুল কুড়িয়ে রাখি,
মন ভোলানো ফুলের সুবাস আলতো গায়ে মাখি।
ফুলের সাথে হাসি-খেলি, পাতায় চিঠি লিখি,
ফুলপাখিদের টানে ছুটি- মন হয়েছে বিকি!

নিজের মাঝে নিজের দেখা পাই না আমি খুঁজে,
রঙবেরঙের ফুলই দেখি চক্ষু দু’টি বুজে।
রোজ নিশিতে স্বপ্নে এসে আমায় ওরা ডাকে,
ভোর না হতেই ভ্রমর আসে জানালার ওই ফাঁকে।

গুনগুনিয়ে গান শুনিয়ে আমায় ডেকে তোলে,
নয়ন মেলে ওদের দেখে হর্ষে হৃদয় দোলে।
নিষেধ-বারণ সব ভুলে যাই, ঝুড়ি নিয়ে ছুটি,
মায়ের বকা, ঝাড়িঝুড়ি সব দিয়ে যে টুটি।

Share.

মন্তব্য করুন