লেখাপড়া ছাড়া বলো কে হয়েছে বড়ো
বড় যদি হতে চাও মন দিয়ে পড়ো
বিদ্যার চেয়ে বড় সম্পদ নাই
সমাজের সবখানে জ্ঞানীদেরই ঠাঁই
তাই বলি সোনামনি ইশকুলে যাও
দল বেঁধে শিক্ষার জয়গান গাও।

সব জীদ্ ভালো নয় জীদ্ করে পড়ো
জীদ্ করে সুন্দর জীবনটা গড়
রেগে যাওয়া বোকামি ও রেগে যাওয়া ক্ষতি
রেগে গেলে বেঁকে যায় জীবনের গতি।

এখাবো না ওনেবো না করে জ্বালাতন
পরিবেশ ভারি করো কেন অকারণ?
রোজকার সব কাজ ভাগ করে নাও
পড়া শেষ করে তবে ঘুম দিতে যাও
কচিকাঁচা ছেলেমেয়ে শোনো কান খুলে
বড় হয়ে দেশ-মাকে যেও নাকো ভুলে।

Share.

মন্তব্য করুন