রাত্রি নামে, রাত্রি শেষে ভোর হবে ঠিক কাল
বুকের ভেতর একটা আকাশ সূর্য ওঠে লাল।
সূর্য ওঠে আকাশ জুড়ে সূর্য ওঠে ভোরে
সব কোলাহল থামলো যেনো দখিন হাওয়ার তোড়ে।
দখিন হাওয়ায় সুর উঠেছে উদয় হবে রবি
লক্ষ-হাজার শিল্পী আঁকেন বাংলাদেশের ছবি।

এই ছবিটা আঁকতে গিয়ে মায়ের বুকের ধন
পথ ভুলেছে দুপুরবেলা, ভোলে আপনজন।
তুলির আঁচড় তুলতে গিয়ে ফুল তুলেছে বনে
হাজার বনের হাজার গাছে পাখির গুঞ্জরণে।
তুলতে গেছে গোলাপ-জবা বোনের খোঁপার ফুল
আর ফেরেনি শত্রুমুখে গুলির হুলুস্থুল।

মা বলেছেন ফিরবি যদি একটা কথাই শোন
আনবি ছিনে এই পতাকা না হয় মরণ পণ।
জীবন-মরণ পণ করে ভাই শত্রুমুখে ছোটে
হাজার পাখির বুক পাঁজরে লক্ষ কামান ফোটে।

ফুটতে থাকে গুলির আওয়াজ ফুটতে থাকে ফুল
গুলির মুখেও দামাল ছেলে দমায়নি এক চুল।
বাপ গেলো, ভাই, বোনও গেলো মা গেলো সবশেষে
লাল-সবুজের বিজয় এলো স্বাধীন বাংলাদেশে।

Share.

মন্তব্য করুন