মানুষগুলো বহুরূপী এই সমাজের বুকে,
অন্তরালে দুষ্ট বুদ্ধি মিষ্টি বুলি মুখে।
আত্মচিন্তায় মগ্ন থাকে সর্বসময় জুড়ে,
সুযোগ পেলেই স্বার্থলোভে ফেলে দিবে ছুঁড়ে।

এক নিমিষেই ভোলে সকল অতীত দিনের স্মৃতি,
ফুরিয়ে গেলে স্বার্থকতা টানে তখন ইতি।
ভালোর মুখোশ সবার মুখে ভালো সবাই নয়,
কাজে কর্মে ফুটে ওঠে আত্মপরিচয়।

Share.

মন্তব্য করুন