বাংলার সব জ্ঞানী-গুণিজন দেখে যাও ভালোবেসে
হৃদয় ক্যামেরা অন করে যত ছবি তোলো সবে এসে।
শুধু দক্ষিণে তুমি দেখবেই কত পল্লীর কৃষ্টি
হাহাকার ঘেরা উল্টো দিকেও ফেরাও তোমার দৃষ্টি।

বাংলা ম্যাপের উত্তরে আজ হিমালয় কোল জুড়ে
কনকনে শীতে মন্ডল বুড়ো কাঁপছে চাঁদর মুড়ে।
করিমন দিদি নাতি-পুতি নিয়ে খড়ের আগুন জ্বালে
ঠা-াতে শিশু কষ্টের রেখা ফুটে উঠে ঠোটে-গালে।

পিএসসি দিতে যাবে ফয়সাল খাবার জোটেনি ঘরে
পাশের বাড়ির ঠা-া শরীরে কাঁপন ধরে
হাড় কাঁপা শীত বাড়ছে দ্বিগুণ কাঁপছে কলম খাতা
বেকার যুবক পায় না তো কাজ ঝরছে গাছের পাতা।

ছকিনার ঘরে চাল-ডাল নেই কচুর মুড়ো সেদ্ধ
অভাবের তোড়ে কুড়ে কুড়ে মরে আবাল-বণিতা-বৃদ্ধ।
বেকার মানুষ কাজ খুঁজে খঁজে পায় না আহারে দিশা
বৃদ্ধ বয়সে বাপ মা’র চোখে টলটলে জল মিশা।

রেল জংশনে ঠা-া মেঝের টোকাই শিশুর কান্না
উদোম গায়ে দিনরাত কাটে হয় না খাবার রান্না।
শিল্পি তোমার আলোকচিত্রে যত ছবি তুমি তোলো
সকলের কাছে পৌঁছাও তুমি আমাদের ছবিগুলো।

Share.

মন্তব্য করুন