ফাগুন বনে আগুন লাল
রাজপথে যায় কার মশাল?

যাচ্ছে ওরা যাচ্ছে কে
সব জানালা খুলে দে।

যাচ্ছে সোনার ছেলের দল
মুছতে মায়ের চোখের জল।

রুখবে ওদের রুখবে কে
ত্রাসের গদি জ্বালিয়ে দে।

বলবো কথা বাংলাতেই
মরবো না হয় রাজপথেই।

একটি দাবি একটি আশা
বাংলা হবে রাষ্ট্রভাষা।

নইলে পরে ছাড়বি দেশ
শুনরে তোরা সর্বশেষ।

লুটিয়ে পড়ে তাজা প্রাণ
ভাষার জন্য জীবন দান।

ভাষার জন্য জীবন পণ
দেখেছে কি কেউ কখন?

একুশ মোদের অহংকার
রাখবো এ মান, অঙ্গীকার।

Share.

মন্তব্য করুন