ভালো লাগে
মহিউদ্দিন বিন্ জুবায়েদ

ভালো লাগে শীতকালে শিশিরে ঘাস
ভালো লাগে কুয়াশার ওই নীলাকাশ।
ভালো লাগে মিঠে রোদ খেজুরের রস
ভালো লাগে মায়েদের বেড়ে যায় যশ।
ভালো লাগে শীতকালে ঠা-াতে রাত
ভালো লাগে সোয়েটার গায়ে প্রভাত।
ভালো লাগে চারদিকে ফুটে থাকা ফুল
ভালো লাগে ধান কাটা চাষিদের চুল।

অপরূপ লীলাভূমি
হাসু কবির

অপরূপ মায়ামাখা
সবুজ বনানী
হাজারো নদীর গানে
ভরে প্রাণখানি।

ভালোলাগা লীলাভূমি
সোনার জমিন
মুগ্ধতা দর্শনে
বাজে হৃদ বীণ।

সুখের আঁচল যেন
সুশীতল ছায়
জীবন বাঁচাতে রয়
মা মাটির মায়।

রূপে গুণে অনুপম
মমতায় বেশ
সোনার চেয়ে শুদ্ধ
এ বাংলাদেশ।

Share.

মন্তব্য করুন