একুশ এলে দেশপ্রেমীদের
মাতৃভাষার টঙ বসে,
নিত্য দিনই ওদের ঘরে
পরের ভাষার রঙ বসে,
কথার মাঝে ঢঙ বসে,
রক্তে কেনা মায়ের বোলে
অবহেলায় জঙ বসে।

মায়ের বুকের বর্ণমালা
নিচ্ছে যারা গ্রাস করে,
নিজের ভাষা ভুলে এখন
ভিন্ন ভাষায় ত্রাস করে,
তাদের সাথে হয়কি আপোষ
দেবোই ওদের ক্রাশ করে।

রূপান্তর আজ মায়ের ভাষা
মধু থেকে কর্কশে,
অন্যভাষার আমদানিতে
দালাল শ্রেণী দর কষে,
বাংলা ভাষা রাখতে সচল
ভ-দের আজ ধরকষে।

Share.

মন্তব্য করুন