ফুলের মতো গড়তে জীবন
চলো ফুলের কাছে,
ফুলের থেকে শিক্ষা নেয়ার
অনেক কিছুই আছে।

ফুল শেখাবে সবার তরে
স্বপ্ন মনে আঁকতে,
ফুল শেখাবে পরের সুখে
নিজে সুখী থাকতে।

ফুল শেখাবে আত্মপ্রকাশ-
আপন গুণের বলে,
ফুল শেখাবে বড় হতে-
নিজের পায়ে চলে।

ফুল শেখাবে ফুলের মতো
রোজ ছড়াতে গন্ধ,
ফুল শেখাবে ভেদ ঘোচাতে
বোবা কিবা অন্ধ।

ফুল শেখাবে ছাড়তে হবে-
নিজকে নিয়ে বড়াই,
ফুল শেখাবে রুখতে হবে
বদলা নেয়ার লড়াই।

Share.

মন্তব্য করুন