শীত বিলাসে শীত পোশাকে
রাস্তায় হাঁটি রোজ
রাস্তার পাশে পথ শিশুটির
নেয়নি কেহ খোঁজ।

ছেঁড়া জামায় কাঁপছে শিশু
লাগছে ভীষণ শীত
কুঁজো হয়ে রাস্তার কোণে
গাইছে শীতের গীত।

আমার গায়ে মোটা জামা
লাগছে আরাম বেশ
ছেঁড়া জামায় সেই শিশুটির
হচ্ছে জীবন শেষ।

এসো, একটি জীবন রাঙাই
একটি পোশাক দিয়ে
ওদের হাসি দেখে হাসুক
প্রজাপতি-টিয়ে!

Share.

মন্তব্য করুন