গাঁ যে আমার রূপে ভরা
শিশির ভেজা ঘাসে
সাত সকালে রবির কিরণ
চমকে চমকে হাসে।

গাঁ জুড়ে আজ রূপের হাওয়া
শীতল-শিথিল মন
মনমাতানো গাঁয়ের ছবি
দেখতে শুভক্ষণ।

আতস ফুলের হলদে শোভায়
শালিক পাখির ডাক
আপন সুখে গান গেয়ে যায়
মৌমাছিদের ঝাঁক।
শিমের ক্ষেতে সবুজ শোভায়
চড়ুই পাখির গান
পুষ্পকলির মিষ্টি হাওয়ায়
যায় জুড়িয়ে প্রাণ।

গাঁও যেন আজ মনোহরা
সরষে ফুলের ক্ষেতে
সুবাস হাওয়ায় মন ছুঁয়ে যায়
দারুণ উচ্ছ্বাসেতে।

গাঁয়ের শোভা পরম পাওয়া
তাঁরই দেয়া দান
হাজার শুকর প্রভু তোমার
তুমিই মেহেরবান।

Share.

মন্তব্য করুন