শীত মৌসুমে দূর দেশ থেকে আসে হাজারো পাখি
হাওড়ে শিশির ঝলমলে রোদ মেলে যেন দু’টি আঁখি।
কচুরপানা বুনোঘাসের পাপড়ি ছড়ায় হাসি
শীতের পাখির ভালোবাসা যেন রাশি রাশি।

বাঁচার স্বপ্নে বাংলাদেশে উড়ে উড়ে আসে
ভোরের আলো গায়ে মেখে এদেশ ভালোবাসে।
মাঠের চাষি ঘাস মাড়িয়ে দীঘল হাওড়ে ছোটে
ভোরের সূর্য নরম রোদে জ্বলজ্বল হয়ে ওঠে।

শীতের পাখির ঝাঁঝর বাজে পাখনা যেন দোলা
হাওড়-বাঁওড় শতনদী ডিঙিতে পালতোলা।
দূরের বনে ইষ্টি পাখি জলে মাখামাখি
রুপালি চিল আরো শত মিশে আছে পাখি।

ধরো না কেহ ইষ্টি পাখি এ মৌসুম শীতে
তাদের জন্য স্বাধীনতার কাটো তুমি ফিতে।
নতুন দিনে এই শপথ হোক অভয়াশ্রম দেশে
ঘুরে ফিরে যাক দূর দেশের পাখিরা শীত শেষে।

Share.

মন্তব্য করুন