প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।
এইতো বছর পেরিয়ে আমাদের মাঝে উপস্থিত হলো আরেকটি নতুন বছর-২০২১। সবাইকে জানাচ্ছি নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা।
জানুয়ারি মানেই শীতকাল! শহরের চেয়ে গ্রামাঞ্চলে শীতের আমেজ অনেক বেশি। খেজুরের রস, মটরশুঁটি, নতুন গুড়ের পিঠা-পায়েস আরও কত কি মজাদার খাবার! বলতেই যেন জিভে পানি এসে যায়। কার না লোভ হয় এসব খাবার খেতে। শীতের তরতাজা শাক-সবজি তো আছেই। তার ওপর আছে সকালে রোদ পোহানো কিংবা নাড়ার আগুন জ্বেলে শরীর গরম করার আনন্দ! অবসর কিংবা সময় পেলে নিশ্চয়ই তোমরাও ছুটে যাবে শহর থেকে গ্রামে আপনজনদের কাছে।
শীতে চার পাশের অনেকেই খুব কষ্টে থাকে। তাদের শীতের প্রয়োজনীয় কাপড়ের অভাব। এই সময়ে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো উচিত। এসো, আমরা সকলের প্রতি আন্তরিক ও দরদি হয়ে উঠি। এমনিতেই এখন চলছে করোনাকাল! তার ওপর শীত। শীতকালে নানা ধরনের রোগব্যাধি আক্রমণ করে। এ জন্য আমাদের একটু বেশি সাবধানতা অবলম্বন করা দরকার।
নতুন বছর বয়ে আনুক সকলের জীবনে স্বপ্ন-সম্ভাবনা ও সার্বিক সফলতা।
তোমাদের জন্য এটাই আমাদের একান্ত কামনা।
আজকের আলাপন এ পর্যন্তই!
আল্লাহ হাফেজ।

Share.

মন্তব্য করুন