কুকুরটি হাঁফাতে হাঁফাতে গাছের ছায়ায় এসে থামল। দেখে অনেক মায়া হলো জুনায়েদের। গলির মাথা থেকে তাড়া খেয়ে দৌড়ে এসেছে কুকুরটি। কেমন জিব বের করে হাঁফাচ্ছে। দাদুর মনোযোগ আকর্ষণ করে জুনায়েদ বললো, ‘দাদু দেখো কুকুরটি কেমন জিব বের করে হাঁফাচ্ছে!’ দাদু এক পলক দেখে বললেন, ‘আরে ভাই! কুকুর তো প্রায় সময়ই জিব বের করে হাঁফায়, তাড়া খেলেও হাঁফায় আবার স্বাভাবিক অবস্থায় এমন জিব বের করে হাঁফায়।’ দাদুর কথায় জুনায়েদ অনেকটা চমকে গেলো। দাদুকে উদ্দেশ্য করে জুনায়েদ বললো, ‘কী? সত্যি! আমার কিন্তু বিশ্বাস হয় না।’ ‘আচ্ছা দাদু ভাই চল আমাদের পাশের ফ্ল্যাটে একটা কুকুর আছে দেখবে।’ দাদুর সাথে জুনায়েদ সেই ফ্ল্যাটে গিয়ে দেখে এসি রুমের ভেতর সোফার ওপর একটা বিদেশী কুকুর বসে আছে। জুনায়েদ আশ্চর্য হলো এটা দেখে যে, এতো সুন্দর পরিবেশেও কুকুরটি জিব বের করে হাঁফাচ্ছে ও মুখ থেকে লালা ঝরছে।

সে ভাবছে, ‘তাহলে দাদু যা বলেছেন তা সত্যি!’ বাসায় এসে দাদুকে এর কারণ জিজ্ঞেস করতেই দাদু বললেন, ‘এই কথাটা পবিত্র কুরআনে বলা আছে।’ এই কথা শুনে তো জুনায়েদ আরো তাজ্জব বনে গেল। কুকুর কেমনে হাঁফায় সেটাও কুরআনে আছে? জানতে চাইল সে। দাদু বললেন, ‘তাহলে শোনো! আল্লাহ তায়ালা বলেন, “(হে নবী) এদের সামনে ঐ ব্যক্তিদের অবস্থা বর্ণনা করুন। তাদেরকে আমার আয়াতের জ্ঞান দেয়া হয়েছিল কিন্তু তারা তা না মানায় শয়তান তাদের পেছনে লেগে যায় এবং তারা পথভ্রষ্ট হয়। আমি চাইলে এই আয়াতের মাধ্যমে তাদের মর্যাদাকে বৃদ্ধি করতে পারতাম, কিন্তু তারা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে এবং নফসের অনুসরণ করে। তাদের উপমা হলো কুকুরের মতো যাকে তাড়া করলেও জিব বের করে হাঁফায় আর তাড়া না করলেও (স্বাভাবিক অবস্থায়ও) জিব বের করে হাঁফায়। এটা হলো তাদের উদাহরণ, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে। (হে নবী) তাদের কাছে এই কথাটা বর্ণনা করে দিন, যাতে চিন্তাশীলরা চিন্তা করতে পারে।” (সূরা আরাফ ১৭৫-১৭৬) অতঃপর দাদু বললেন, ‘এই আয়াতে কুকুরের অবস্থা বর্ণনা করেছেন আর তাদের সাথে ঐ সকল মানুষের উপমা দিয়েছেন যারা আল্লাহর কুরআনকে মিথ্যা মনে করে।

ইসলামকে জানা বুঝার পরও দুনিয়ার স্বার্থের জন্য ইসলামী জীবনবিধানকে মানে না। তাদেরকে ইসলামের নীতি ও নৈতিকতার কথা যতই বলা হউক না কেন তারা কখনো এসবের কর্ণপাত করবে না। কুকুর যেমন এসি রুমের ভিতরেও জিব বের করে হাঁফায় আবার তাড়া খেয়েও হাঁফায়। জিব বের করে রাখা তার অভ্যাসে পরিণত হয়েছে। তেমনি যারা কুরআন, হাদিস ও নবী (সা.) এর সুন্নাহ ছেড়ে দুনিয়ার মোহে পড়ে থাকে তাদেরকে দুনিয়ার লোভ সর্ব অবস্থায় গ্রাস করে রাখে এবং নিজ স্বার্থের জন্য হিংস্র কুকুরের মতো আচরণ করা অভ্যাসে পরিণত হয়।’ জুনায়েদ গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনে বললো, ‘তাহলে তো ঐ সকল মানুষ খুবই খারাপ!’
‘হ্যাঁ দাদু ভাই, খুবই খারাপ। আমাদের হতে হবে সত্যিকারের মানুষ। মানুষের মতো মানুষ।’
‘তাহলে আমাদের উচিত আল্লাহর দেয়া কুরআন পড়ে নিজেদের জীবনে আমল করা! তাই না দাদু!’
জুনায়েদের এমন কথায় দাদু তার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, ‘হে আল্লাহ, আমাদেরকে কুরআন মতে জীবন গঠন করার তাওফিক দাও।’ জুনায়েদের মুখ থেকে তখন বেরিয়ে এলো, ‘আমিন! সুম্মা আমিন।’

Share.

মন্তব্য করুন