ফুল দেখে বেশ মন ভরে যায়
মনের ব্যথা সব সরে যায়
আমিও তো চাই হতে চাই ফুল;
মায়ের বকা, ‘এই যে খোকা
পড়ার ফাঁকি কিংবা ধোঁকা
যাই করো না, সব যে তোমার ভুল।’

গাদাগাদা বই আহা সব
দেয় থামিয়ে সুখ-কলরব
খেলাধুলাও নেইকি আমাদের?
একটুখানি নেই অবসর
শুধুই বলে, পড় ওরে পড়
ফুল হওয়াটাই তাই যে ভালো ঢের!
দুলবো হাওয়ায় মিষ্টি করে
মিষ্টি-সুবাস সৃষ্টি করে-
ছড়াবো তো মনমাতানো ঘ্রাণ-
আম্মুপাগল খুঁজবে এসে
না পেয়ে হায় অবশেষে-
কেঁদেকুটে করবে উতলপ্রাণ।

ঘরের পাশেই থাকবো আমি
ফুলের ভাষায় ডাকবো আমি,
এখন কেন কাঁদছো তুমি, মা-
চাইনে হতে বইয়ের পোকা
যন্ত্র হতেও চায় না খোকা
আমরা কেন একটু খেলবো না?
বই কমিয়ে দাও আমাদের
দেখবে আমি পড়ছি তো ঢের
টানবো কেন গাধার মতন বই;
আমাদের এই ছোট্টমনে
বইভীতি হয় ক্ষণে-ক্ষণে
দাও কমিয়ে, করবো না হইচই!

Share.

মন্তব্য করুন