তিন হাত নল ছিলো পিতলের হুক্কার
গাল ভরে ধোঁয়া টেনে দাদু দেন ফুক্কার
মুুহূর্তে ধোঁয়াময় হয়ে উঠে ঘরটা
গুরগুর মেঘ ডাকা হুক্কার স্বরটা।

চনমনে শিশু ছেলে ফুরফুরে নাতিটি
দাদার সকল কাজে সদা সে যে সাথিটি
দাদা যা যা করবেন, তাই তারও করা চাই
চশমাটা চোখে নিয়ে হুক্কাটা ধরা চাই।

দাদা গেলো ঐ ঘরে পান চুন আনতে
নাতি এলো এই ফাঁকে ধোঁয়া দুই টানতে
মুখে যেই নল নিলো, আহা সেকি কাশি গো
কান্নার চিৎকার- ‘মা… ওমা… মাসি গো’।

গাল দুটো লাল লাল, চোখে জল টলমল
ইঁচড়ে পাকামি হলে এমনই তো ফলাফল।

Share.

মন্তব্য করুন