কত শিশু অনাহারে করছে জীবন পার
বস্ত্রহারা কত শিশু নেই যে হিসাব তার।
কত শিশু বাস্তুহারা নেই যে বাড়ি ঘর
কী হয়ে যায় কখন জানি, মনে ওদের ডর।

কত শিশু পথের পাশে কাটায় দিবস রাত
ক্ষুধার জ্বালায় কষ্ট করে পায় না খেতে ভাত।
কত শিশু রুগ্ন আছে পায় না ওষুধ খেতে
কত শিশু পারে না’কো বিদ্যালয়ে যেতে।

কত শিশু বাধ্য হয়ে কাজে নামে রোজ
কষ্ট করে, কিন্তু ওদের ক’জন রাখে খোঁজ।
কত শিশুর উপর চলে হরেক নির্যাতন
হঠাৎ করে তাদের খবর করে উদগীরণ।

কত শিশু আছে এখন শরণার্থী হয়ে
অন্য দেশে থাকে তারা নির্যাতনের ভয়ে।
কত শিশু অপুষ্টিতে প্রতি বছর মরে
কত শিশু ভুগছে শুনি রোগব্যাধি আর জ্বরে।

কত কোটি অনাথ শিশু সারা বিশ্বে আছে
অবহেলার শিকার জানি এরা সবার কাছে।
রাখতে হবে বিশ্ববাসী এসব শিশুর খবর
আর কতকাল করে যাবে তারা এমন সবর?

Share.

মন্তব্য করুন