সাত-সকালের শীতল নদী দেখতে যাবে?
ঢেউ ভেজানো নরম হাওয়ার গন্ধ পাবে।
আরও পাবে পাতার মতো সবুজ জীবন-
সুরের খেয়ায় ভেসেই যাবে উতলা মন।

মনকে তখন বলবে ডেকে- ওরে অবুঝ
তুই কি হবি কেওড়া বনের গাঢ় সবুজ!
আর কি হবি? মায়ার চরের বাদামচারা
শিশিরভেজা দূর্বাঘাসের চোখের তারা?

মন তো তখন মন-পবনের নায়ে ভেসে
ভিড়বে হঠাৎ নতুন কোনো ফুলের দেশে।
স্বপ্ন এঁকে নাম না জানা পাখির ডানায়-
রং ছড়াবে ধানের শীষে, শস্য-দানায়।

তারপরে তো লুকাবে সে মেঘের ভাঁজে
যে মেঘ এসে পথ হারালো নদীর মাঝে!
ভাববে তুমি- আমিও কি পথ হারালাম?
ঢেউয়ের খামে লিখে দিও তোমার এ নাম।

সে ঢেউ এসে ছুঁয়ে যাবে পলির রেখা-
তখন তুমি নিজেই পাবে নিজের দেখা!

Share.

মন্তব্য করুন