ডাংগুলি খেলিতাম আমরা গলিতে
বড়োদের যে পথে হতো না চলিতে।
যদি কভু ধরা পড়ি এ খেলায় মেতে
কিল চড় বেশুমার হতো ঠিক খেতে।
ডাংগুলি ভাঙা হতো তিনচারখানা
খেলা তবু থামতো না, নিষেধের মানা।

ছাদে উঠে উড়াতাম লাল-নীল ঘুড়ি
ভাকাট্টা দিয়ে করি সোরগোল জুড়ি-
হুল্লোড় শব্দে তেড়ে এসে বাবা
ধরা পড়ি তার হাতে বিড়ালের থাবা
মুহূর্তে দুমদাম পিঠে দু’চ্চার
পটাপট পড়ে বেত নেই নিস্তার।

রাত্তিরে কেঁপে কেঁপে গায়ে আসে জ¦র
মায়ের সোহাগে কাঁদে তবু অন্তর
মনে মনে পণ করি ছেড়ে দেবো খেলা
ডাংগুলি মার্বেল রেখে এই বেলা
লেখাপড়া হোমওয়ার্ক নিয়ে মশগুল
যাবো আর আসবো বাড়ি-ইস্কুল।

কিন্তু জ¦র ছেড়ে পালায় যখন
ভুলে যাই বেমালুম করা ওই পণ।

Share.

মন্তব্য করুন