বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। এবারও তোমাদের জন্য একটি কবিতার অংশবিশেষ দেওয়া হলো। এর বাকি অংশটুকু তোমরা লিখতে চেষ্টা করো। আর লেখা হলেই পাঠিয়ে দাও কিশোর পাতার ঠিকানায় (ডাকযোগে/ই-মেইলে)।
আজ এ পর্যন্তই!
ছড়া কুটুম

নভেম্বর ২০২০ মাসের ছড়া

‘চলতে গেলে আসবে বাধা
আসবে ঝড় আসবে,
তবু তোমার চলতে হবে
স্বপ্নজয়ে ভাসবে।’

অক্টোবর ২০২০ সংখ্যার বিজয়ী ছড়া

“ভালো থেকো
ফুলের মতো
অলির মতো
পলি মাটির
মনের মতো।”

ভালো থেকো
ছবি এঁকো
মনে রেখো
ভালো হতে হবে।

ভালো মানুষ
হলেই তবে
কলরবে
তোমায় নিয়ে
উঠবে মেতে লোক।

ঘুচে যাবে
তোমায় দেখে
দুঃখের বহ্নি, শোক।।

শাওন সরকার সাজিদ
ষষ্ঠ শ্রেণী, ধাপ সাতগাড়া কামিল মাদ্রাসা, রংপুর।

Share.

মন্তব্য করুন