লোকটা চিকন, শক্ত পেশি
কাজে থাকেন একটু বেশি।
সকাল দুপুর ঘাম ঝরে যায়
ভালোবেসে কাম করে যায়।
চুলগুলো তার ছোটো ছোটো
গায়ে পরেন সবুজ কোটও।
অফিস তাহার মতিরঝিলে
কাজ করে যান দু’জন মিলে।

লোকটা চিকন, শক্ত পেশি
কারণ উনি বাংলাদেশি।
২.
লোকটা করেন নামাজ রোজা
কথা বলেন অনেক সোজা।
মিছে কথা বলেন না তো
নামাজ পড়েন গভীর রাতও।

লোকটা হাঁটেন টুপি মাথায়
পদ্য লেখেন খাতার পাতায়।
সবাই তাকে কবি ডাকে
বাসা তাহার গোলারটাকে।

দেখলে কুকুর ছিটান রুটি
বাসায় বিড়াল পোষেন দু’টি।
দেখলে পথে কচি-কাঁচা
জিগেস করেন, ‘ভালো বাছা?’
ভালোবেসে জানায় সালাম
লোকটা হলো আবুল কালাম।

Share.

মন্তব্য করুন