শরৎ এসে প্রকৃতিকে
দিল নতুন সজ্জা,
বর্ষাটা তাই চলে গেল
পেয়ে ভীষণ লজ্জা।

সাদা সাদা মেঘের ভেলা
আকাশেতে ভাসে,
কাশফুলেরা সাদা হয়ে
খিলখিলিয়ে হাসে।

বিলে ঝিলে নদী খালে
শাপলা শত শত,
সাদার মিছিল করতে বড়
চেষ্টা তাদের কত।

তাদের সাথে শামিল হলো
শিউলিফুলও এসে,
তাইতো তারও রংটি ওরে
হলো সাদা শেষে।

শরৎ এসে মানুষকে যে
শিক্ষা দিল বড়,
মনের কালো মুছে ফেলে
সাদা জীবন গড়ো।

Share.

মন্তব্য করুন