পুব আকাশের কোলটা জুড়ে চাঁদ উঠেছে ওই
ফকফকা অই চাঁদটা হলো খুকুমণির সই।
কোথা হতে হঠাৎ দেখি এক ফালি মেঘ এলো
ওমা! সে যে রাক্ষসী মেঘ চাঁদটা গিলে খেলো।

ও পাজি মেঘ! হতচ্ছাড়া! যাচ্ছো কোথায় যাও
খুকু ঘুমোয় চাঁদের আলোয় দেখতে নাকি পাও?
ও চাঁদটাকে কিনেছিলাম নওয়াবেঁকির হাঁটে
চাঁদের আলোর আদর পেয়ে খুকু ঘুমোয় খাটে।
তাই তো ও চাঁদ রোজ নিশিথে আসে পুবের ধারে
খুকুর সাথে খেলা করে তালপুকুরের পাড়ে।
খুকুর সাথে ভাব জমিয়ে দেয় কপালে চুম
চাঁদের চুমে খুকুর চোখে নেমে আসে ঘুম।
তুমি বাপু যাওনা চলে ছেড়ে চাঁদের বাড়ি
আর কোনোদিন এসো না কো নইলে দেবো আড়ি।

ওমা সেকি! ও পাজি মেঘ যাস না রে কেন্ চলে?
জাগলে খুকু রাগ করে তোর দু’কান দেবে মলে!
বুঝবি তখন বুঝবি রে তুই কী করেছিস ভুল
কেঁদে কেঁদে চোখ ফুলোবি তাও পাবি না কূল।

Share.

মন্তব্য করুন