বালিহাঁস উড়ে যায় নীলাকাশ জুড়ে,
কাশফুল দোল খায় বাতাসের সুরে।

শিউলির ঘ্রাণে মেতে ওলিরা ছোটে,
শিশিরের চিকচিকে মধুহাসি ফোটে।

পাতা নড়ে তাল ঝরে ধুপধাপ জলে
নির্ভয়ে পাখা মেলে ওড়ে চিল ছলে।

একপায়ে দাঁড়িয়ে ধ্যানরত বক,
নীল-সাদা একাকারে ঋতু ফকফক।

এভাবেই এসে থাকে শরৎ এ বঙ্গে
প্রকৃতির কন্যা সে কাঞ্চন রঙ্গে।

শ্বেত মেঘে চড়া রোদে ঘামে ভিজে কেশ,
জলবায়ু কেড়ে নিলো স্নিগ্ধ আবেশ।

তবু দেখ ঋতু কন্যা শরতের হাসি,
দোলে হৃদ ভোলে মন প্রেম রাশি রাশি

Share.

মন্তব্য করুন