থৈ থৈ পানি
কী হয় জানি!
খেপেছে বাদল কন্যা
চারিদিকে বন্যা!

ঘরবাড়ি ডুবে যায়
দাঁড়াবার ঠাঁই নাই।
মানুষের আহাজারি
ভারী থেকে হচ্ছে ভারী!
কী যে হয় কী যে হয়-
কেউ কথা কন্ না,
চারিদিকে বন্যা!

ছলাৎ ছল ঢেউ
সেও যেন ফুঁসে ওঠা
দৈত্য দানব দেউ!
বানের মাঝে দাঁড়িয়ে আছে
সবহারা মন্না,
আহা কী যে বন্যা!

কোথায় আছো সাগরকন্যা
বানের পানি শুষে নাও
আমরাতো ডাঙার মানুষ
ডাঙার ওপর থাকতে দাও॥

Share.

মন্তব্য করুন