আরো জোরে সাফিন, আরো জোরে দৌড়াও! সাবিক এভাবেই চিৎকার করে দৌড় প্রতিযোগিতায় উৎসাহ দিচ্ছে ছোট ভাই সাফিনকে। সাফিন প্রাণপণ ছুটে চলছে বিজয় রেখার উদ্দেশ্যে। ঈদ পরবর্তী আন্ডার টেন ১৫ দুরন্ত কিশোরদের নিয়ে এই প্রতিযোগিতা। সাফিন বিজয় রেখা অতিক্রম করে চ্যাম্পিয়ন ট্রফির দাবিদার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চলছে। ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত মুখভর্তি সাদা দাড়ি, দুই ঠোঁটের আড়ালে মুক্তোর মতো সাদা দাঁত, জান্নাতি মানুষের প্রতিচ্ছবি যেন প্রধান অতিথির চেহারায়! সবাই মনোযোগ দিয়ে শুনছে উনার কথা। তিনি বলছেন, দৌড়ের প্রতিযোগিতা শারীরিক দিক দিয়ে উপকার। তবে বিজয়ী হওয়ার জন্য খুবই একাগ্রতা ও দৃঢ় মনোবল দরকার হয়। আজকের এই প্রতিযোগিতা কিন্তু আসল নয় আসল প্রতিযোগিতা অনেক বড়, অলিম্পিকের চেয়েও অনেক বড়। আর পুরস্কারÑ যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না এমন মূল্যবান। সবাই স্যারের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তিনি বললেন, সেই প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ তায়ালা আল কুরআনের সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে বলেছেন, “তোমরা প্রতিযোগিতামূলক ভাবে তোমাদের রবের ক্ষমা ও ঐ জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের পরিধি বিশাল আকাশ ও জমিনের সমান যা মুত্তাকিদের জন্য নির্ধারণ করা হয়েছে।” তিনি আরো বললেন, আজকের এই প্রতিযোগিতার সামান্য পুরস্কার ও সম্মানের জন্য যেমন প্রাণান্তকর প্রচেষ্টা তোমাদের ছিল। কর্তৃপক্ষের গাইডলাইন অনুসরণে যেমন তোমাদের তৎপরতা ছিল। এর চেয়ে হাজার গুণ বেশি সতর্ক ও তৎপরতা থাকলেই কেবল আল্লাহর ঘোষিত প্রতিযোগিতায় টিকে থাকা ও বিজয় রেখা অতিক্রম করা সম্ভব। আর সেই বিজয় রেখা হলো মৃত্যু। যারা সফলভাবে একবার অতিক্রম করবে তারাই বিজয়ী। তবে মজার বিষয় হলো, সেই প্রতিযোগিতায় ইচ্ছায় অনিচ্ছায় সকলকেই অংশ নিতে হয় এবং সবাইকেই মৃতু্যু নামক রেখা অতিক্রম করতে হবে। সুতরাং যে যথা নিয়মে অংশ নিয়ে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে সে চূড়ান্ত সফলতা লাভ করবে। সে জন্য আল্লাহর দেয়া গাইডলাইন অনুসরণ করতে হবে। কুরআন ও হাদিসের পথ ধরে প্রতিযোগিতায় দৌড়াতে হবে। আল্লাহ আমাদের সেই চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার তাওফিক দিন। আমিন॥

Share.

মন্তব্য করুন