ইচ্ছে করে যাই ছুটে যাই
শরৎ আসা গাঁয়ে
সারাটা দিন কাটিয়ে দেবো
উজান ভাটির নায়ে।

দেখবো আমি কাশের দোলন
নদীর ধারে গিয়ে
কেমন করে ডাক হেঁকে যায়
ময়না শালিক টিয়ে।

রোজ সকালে ছুটে যাবো
করিম মাঝির দলে
ডুব সাঁতারে মত্ত হবো
শাপলা ফোটা জলে।

এমন করে কাটিয়ে দেবো
ফিরবো সাঁঝের বেলা
হয়তো তখন লুকিয়ে যাবে
সাদা মেঘের ভেলা।

কাশের বনে জোনাক পোকা
জ¦ালবে আলো পায়ে
ইচ্ছে করে যাই ছুটে যাই
শরৎ আসা গাঁয়ে।

Share.

মন্তব্য করুন