এইতো ছিল রঙিন সকাল
স্বর্ণ আলোর ছটা,
চোখ ফেরাতেই আকাশ জুড়ে
কালো মেঘের জটা।

আলো ছায়ার লুকোচুরি
মেঘের ফাঁকে ফাঁকে,
শরৎ বেলার এই ছবিটা
কোন কবি যে আঁকে?

ঘূঙুর পরা আলতা পায়ে
কাশের বনে কে,
কাঁকন দুটি বাজিয়ে যেন
ডাকছে আমারে

কান্নাভেজা শিউলি ফুলের
শুভ্র মুখের হাসি,
বলছে যেন,বলছে আমায়
আয় না ভালোবাসি।

হাওয়ায় বাজে বাঁশি তার
কাঁপন বাতাসেতে
লাগলো এসে বুকের মাঝে
সুখের পরশেতে।

এমন দিনে ঘরের কোণে
কেমনে আমি রই,
বাঁধন ছেঁড়ার দিন এসেছে
শরৎ এলো ওই।

Share.

মন্তব্য করুন